পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৯৬ নবীনচন্দ্রের গ্রন্থাবলী। পরশি ললাট কৃষ্ণ দেখিলেন, রহিলেন । চাহিয়া নীরবে, মুখ গম্ভীৰ্য্য আধার “না না, দেব ! নিদ্রা তার”-কহিলেন ভদ্র দেবী“না না, দেব ! নিদ্রা তার ভাঙ্গিবে না আর । তাহারো নিয়তি পূর্ণ, কি দয়া তোমার ! তব পদ হিমাচলে উপজি আনন্দ কলে যে অনন্ত নিঝরিণী বহিল, ছুটয়া, তার এক ক্ষুদ্র ধারা—পুণ্যময়ী মলোচনা— ভদ্রার্জন প্ৰেম-স্রোতে গেল মিলাইয়া, অভিমন্ত্র্য পুত্রে আজি হৃদয়ে লইয়া । ' হাসে নাহি নিজ মুখে, কাদে নাহি নিজ থে, চিরদিন প্রেমময়ী সলিলের মত আপন তরল প্রাণ পরে কণিয়ছে দান, । স্বলোচনা চিরদিন পল্প-প্ৰাণগত । তাহার নিয়তি ক্ষুদ্র, কিন্তু দে ! কি গভীর কি নিষ্কাম, নিরমল, কিবা পুণ}াধার ! অতি ক্ষুদ্র কৰ্ম্ম পথে, মানব যাইতে পারে অনন্ত মুখের পাব, বৈকুণ্ঠে তোমার, পুণ্যবতী স্থলোচনা আদর্শ তাহার। যাও দিদি, যাও তবে, হায়! অভিময় সহ হইয়াছে পরিপূর্ণ নিয়তি তোমার । আশীৰ্ব্বাদ কর, যেন তুমি পুণ্যবতী মত পর-পুত্র বুকে প্রাণ যায় স্বভদ্রার,— নারায়ণ | পূর্ণ কর নিয়তি তাহার ” সঙ্গে শিষ্য দ্বৈপায়ুন আসিলেন ধীরে ধীরে, उँङrअब ठेईtनब, सेंक दाक्षा,