পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:৩০২ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । গাব কৃষ্ণনাম মা গো ! বিশ্ব জুড়াইয়৷ ” উচ্ছ্বাসে চুটিয়া গিয়া অৰ্জুন লইয়া তুলি এক করে পুত্র, পুত্র-বধু অন্ত করে অৰ্পিলেন গোবিন্দের বক্ষে প্রেমভরে । পুণ্যবতী মুলোচনা পড়িয়া চরণতলে,— সেই পাদপদ্ম বিনা স্বপনেও আর ' জানে নাহি অনাথিনী জীবনে তাহার। বসি পাদপদ্মগুলে, শৈলজ, সুভদ্রা; পার্থ প্রতির শক্তির তিন মূর্তি স্থলর । এতক্ষণ সুভদ্রার বহিল যুগল নেত্রে 朗 পতিত-পালনী প্রতিধারা দরদর । এক করে মৃত-পুত্র, অন্ত করে পুত্রবধু মূৰ্ছিত বিমুক্তকেশী লইয়। হৃদয়ে দাড়াইয়া নারায়ণ ; কি মূৰ্ত্তি মহিমাময় ! উৰ্দ্ধনেত্রে নিরমল প্রতিধারা বয় । উৰ্দ্ধবাহু দ্বৈপায়ন, উৰ্দ্ধবাহু কুরুক্ষেত্র, আশ্রমেত্রে, প্রেমকণ্ঠে সায়াহ-গগন পূরিয়া গইল “হরে । মুরারে - তখন