পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র। ১৩০৩ । সপ্তদশ সর্ণ। اسماعی و سید است. মহাভারত । میتسبیده به جامعه অতীত তৃতীয় ফম, নিবিড় নীরব নিশি আকাশ ও ধর; ভল অধীরে গিয়াছে মিশি। জ্বলিতেছে ক্ষীণলোক, নীরব শিবির তলে বসিয়া রমণী এক, শুষ্ক নয়নের জলে অঙ্কিত কপোল শুষ্ক, যেন দেবী নিশীথনী হেমস্তের মূৰ্ত্তিমতী, শিশিরাক্ত, বিষাদিনী । পড়েছে গৈরিক ঢাকি ধূসরিত কেশভার, ংে মস্তে বিষাদ-মাখা শিশিরাক্ত অন্ধকার । দক্ষিণ কপোল বাম রাখিয়া দক্ষিণ করে চেয়ে আছে অধোমুখে শোকের আবেগ ভরে । শোভিতেছে অঙ্কে সুপ্ত মূৰ্ছিত রমণী আর, নিশীথিনী কোলে যেন বিশুষ্ক কুসুম-হার ! আচ্ছন্ন করিয়া অঙ্ক পড়িয়ছে কেশাবলী, শৈবালে পড়িয়া যেন ছিন্ন কমলের কলি । শোকে শুভ্ৰ অৰ্দ্ধ কেশ, নয়ন গিয়াছে বসি ; শোকে শুদ্ধ দেহলত, বরণ হয়েছে মসী । বিগুষ্ক আরক্তাধর ; ক্ষীণ বহিতেছে শ্বাস ; নিদ্রা যাইতেছে যেন ছিন্ন-বীণা-শোকোচ্ছ্বাস । বহুক্ষণ পরে বালা মেলিল নয়ন ধীরে ;