পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র । `రిధి (r তুমি কি সে স্বপ্ন-দেবী । এবা কোন পুণ্যভূমি ?— স্বপ্ন-রাজ্য ? দেব-রাজ্য ?”—“তোমার শিবিরে তুমি” “শিবিরে । শিবির কোথা ?”—“কুরুক্ষেত্ৰ ধৰ্ম্মক্ষেত্রে রহিল বালিকা শুনি চাহি শূন্তস্থির নেত্ৰে । কৃষ্ণপক্ষ অন্ধকারে ক্ষীণ চন্দ্র-কল্প-লেখা, যেইরূপে ধাতলে ধীরে ধীরে দেয় দেখ1, স্থতির আলোক ধীরে মনে রাজ্যে উত্তার ভাসিতে লাগিল, ভেদি আত্ম-ভ্রাস্তি অন্ধকার । অনেক দিনের দুর-বিস্কৃত সঙ্গীত মত পড়িতে লাগিল মনে জীবন-ঘটনা যত মুখপূর্ণ, শোকপূৰ্ণ -পিতৃগৃহ নাট্যালয়, বৃহন্নলা, সে অপূৰ্ব্ব উত্তর গোগৃহ-জয়, কৌরবের বেশ ভূষা, আননে পুতুল খেলা, পাওবের পরকাশ, বিবাহ-আনন্দ মেলা, ছয় মাস মুখস্বপ্ন, কুরুক্ষেত্র মহার", এ শিবির, চক্রবৃহ, হত-পতি-দর্শন,— তার পর অন্ধকার, মনে পড়িল না আর ; পড়ে গেল ধবণিক, রুদ্ধ নাট্যগৃহ-দ্বর ! স্মৃতির সমীরে ধীরে জালাইল শোকানল, কঁদিতে চাহিল বালা, কিন্তু কোথা অশ্র জল ? শোকের সপ্তাপে তীব্র নয়নের নিরকর গিয়াছে শুকায়ে ; শুষ্ক ক্ষুদ্র মুখ ইনৗবর লুকাল শৈলজা-বক্ষে ; হায়! শৈলজার প্রণ আবার উঠিল কাদি। করিতে চুম্বন দান উষ্ণ দুই অশ্রুবিন্দু পড়িল ঝরিয়া মুখে উত্তরার বিমলিন, শুষ্ক শঙদল বুকে