পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిpt নবীনচন্দ্রের গ্রন্থাবলী। নিশির শিশর যথা ; বিস্ময়ে কহিল বালা,-- "কেন মা কঁদিস্তুই ? তোর বুকে এই জাল কে জলিল ? বনমাতা তুই কি অভির হয় ?” শৈলজার অশ্রুধার বহিল বেগে ধারায় । "আমি তার বনমাতা, আমি সেই পুণ্যবতী ।” বাষ্পরুদ্ধ কণ্ঠে বাম কহিল কাতরে অতি— “হায় মা! হায় মা ! তোরো এ অমৃত প্রস্রবণে জালিল্প বাড়বানল বিধি"অকরুণ মনে ।” “না মা !”—উত্ত্বরিলা শৈল-“মরুভূমে অভাগীর, দিয়া অস্ত্র প্রাণ বাছ! ঢালিয়াছে প্রেমনীড় . বরিবার মেঘ মত, সহি বুকে বুজাঘাত ; ধৰ্ম্মরাজ্য তরে করি এইরূপে প্রাণ পাত । বনমাত হয় যেন হয় ! যোগ্য মাতা তার ! স্বর্গে সে আসিবে তবে পুণ্য অঙ্কে শৈলজার ।” “কালি নিশীথিনী-অঙ্কে”—মূৰ্ছাগত উত্তরার নাহি জ্ঞান ছয় দিন গিয়াছে বহিঃ আর,— “কলি নিশীথিনী-অঙ্কে, বলি এই বাতায়নে নবেদিত চন্দ্র করে, প্রেম-উষ্ণুসিত মনে মা গো ; তোর প্রেম কথা গাইল সঙ্গীত মত, অপূৰ্ব্ব কল্পনা বলে স্বজি স্বর্গ শত শত। ফলিল না একটীও ভাগে। হয় । উত্তত্বার, অভাগিনী তার মত ক্ষে আছে জগতে অ}র ? বালকের ধূলা সৃষ্টি একই নিশ্বাসে হায় ! নিল মা গো । উড়াইয়া নিদারুণ বিধাতায় । বড় সাধ ছিল মনে যুদ্ধ অস্তে অভাগীরে নিয়ে যাবে বনে তোর, মা গো ! তোর স্নেহ-নীড়ে ।