পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র | లిe i স্বাবে নাই, ভাবি নাই, হায় ! হেন অমাধs; আসিব মা অঙ্কে তোর "- রুদ্ধ শোক নিঝরিণী উথলিল যেই বেগে বক্ষে চক্ষে শৈলজার, বুঝিল বিরাটবালা, কথা কহিল না আর ‘রেখে গেছে অভিমন্য ক্ষুদ্র প্রতিমূৰ্ত্তি ওর”— চাপি শোক কহে শৈল-“মা গো । পুণ্যগর্ভে তোর ; পুত্র কোলে করি তুষ্ট যাইবি আমার বনে । এ অভির ধন-খেলা নিরপিব ইজনে । গুহ্মভূমি, বনভূমি, বাধিয়া প্রেম-বন্ধনে নিৰ্ম্মাইব ধৰ্ম্ম-রাজা, বসাইব সিংহাসনে পুত্রে তোর, রাজলক্ষ্মী হবি তুই মা আমার ।

, প্রজা স্বপে, রহিবে না শোক অাৰু !
  • রবি অস্ত গেলে হয় ”—ফেলিয়া দীর্ঘ নিশ্বাস, কহিতে লাগিল বালা চ পিয়া শোক-উচ্ছ্বাস,— *বুরি অস্ত গেলে তায় দিৰা কি থাকিতে পারে ?

অস্ত গেলে শশধর, লয়ে যায় জ্যোৎস্নারে । পাদপ ইলে ভষ্ম, ছায়া কি থাকে কখন ? নিঝর হইলে শুষ্ক ধারা হয় আদর্শন । প্রদীপ হইলে ভগ্ন, শিখা কি কথনে রয় ? বঁচে কি নলিনী, যদি শুষ্ক হয় জলাশয় কুরুক্ষেত্ৰ-মহাঝড়ে তরু উত্তরার হয় । শিয়াছে ভাঙ্গিয় মুদি শুকাইয়া এ লতায়, আশীৰ্ব্বাদ কর মা গো ! সমর্পিন্ন ফল তার কয়ে মণ্ড সুভদ্রার, জলোচনা, শৈলজার, তরু পদ মূলে যেন করে সমর্পণ প্ৰাণ ; আনন্দের সহ যেন হয় হাগি তিরোধান ।