পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

عنوان (يوج নবীনচন্দ্রের গ্রন্থাবলী । । তৃতীয়ার চন্দ্র যদি হলো অস্তমিত হয় । অস্কট জ্যোৎস্ন যেন সঙ্গে মিশাইয়া যায়। হায়ু মা ! হার মা ! বিধি”—দর্পণে পড়িল অ' পি, মুহূৰ্ত্ত বিরাট-বালা নীরবে চাহিয়া থাকি— *হায়ু মা ! হায় মা ! বিধি সে আশাও উত্তরাষ্ট্র বুঝি বিনাশিল, মন কি কঠিন বিধাতার ! ওই মুখ, ওই চোক, ওই শুক্ল কেশ, হায়! নিরথিয় প্রাণনাথ চিনিধে কি উত্তরায় ;” উভয় নীরব রহে শোকবেগে কিছুক্ষণ । উত্তর কহিল পুন; পর-দুঃখে আর্দ্র মন— "নাহি জানি কুরুক্ষেত্র—এই শোক-পারাবারভাঙ্গিবে কপাল মা গো ; আর কত উত্তরার :*হইয়াছে যুদ্ধ শেষ।” “শেষ "-চমকিল বালা । *শেধ”-উত্তরিলা শৈল বিধাদিনী-“মহাজাল নিবিয়াছে জগতের ; ভস্ময় ক্ষত্রিয়-বন নিবিয়াছে অধৰ্ম্মের যুগব্যাপী হুতাশন । ছিল ধেই স্নেহে সিক্ত অৰ্জ্জুনের বীর্যানল, হরিলে কৌরব সেই অভিমন্ত্র স্নেহ-জল, উদ্‌গীর্ণ করিল গিরি যে গৈরিক প্রস্রবণ কঁপাইয়া কুরুক্ষেত্র, আচ্ছন্ন করি গগন, হুদিনে হুইল ভস্ম দ্রোণাচাৰ্য্য পরাক্রম ; इं निग्न डँ अद्म,--श् एव नांश् ि३१, শিশু-হত্য-পাপে প্রাণ করিয়াছে বিসর্জন । এক দিবসের যুদ্ধে হত শল্য, কুর্য্যোধন । কালি হুইয়াছে শেষ, হইয়াছে অবসান