পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* কুরুক্ষেত্র। ১৩১৫ রুদ্ধ করি সে বিপ্লব রহিয়াছে স্থিরতর। অনিমিষ-নেত্রে কৃষ্ণ চাহি উত্ত্বরর পানে ; দেখে না উত্তর, কহে উদ্দেশে অকুল প্রাণে,— “কোথায় রহিলে পদ্ম-পলাশ-লোচন হরি । এই শোক-পারাবারে দেও নাথ ! পদতরী ! তোমার নয়ন সম ছিল যেই নেত্রদ্বয়, ছিল তব রূপ সুমু ষে রূপ মাধুর্যময়, মাতা স্বভদ্রাবু ছবি সেই মুখ মনোরম, তোমার দেবত্বে মাথা পার্থীর্য্যে হুতাশন, বিধাতার পূর্ণ স্বষ্টি, স্বপ্ন-স্বৰ্গ উত্ত্বরার, এরূপে কি হ’ল ভষ্ম ? চিহ্ন রহিল না তার ! অৰ্জুনের প্রাণ-পুত্র; প্রাণ-পুত্র সুভদ্রার, গোবিন্দের পুত্র, শিষ্য, না, ন, নাহি মৃত্যু তার ঝলসিয়া চন্দ্রলোক কি গৌরবে প্ৰাণেশ্বর ! বিরাজিছ । শিরে কিবা কিরণ-কিবীটম্বর ! কি স্বনাব বীর বেশ । কিবা স্বৰ্গ মনোহর । আনন্দে অপারেগিণ বধিতেছে নিরস্তর কি কুসুম মুবাসিত ! কি সঙ্গীত স্বকোমল উথলিছে । বরষিছে কি অমৃত সুশীতল ! সতৃষ্ণ নয়নে নাথ ! দেখিছ কি উত্তরায় চিনিতে কি পার তারে ? তার এই দশা হা, কেমনে রয়েছ চাহি ? লও বুকে এক বার, কহিয়া একটি কথা জুড়াও জীবন তার । পৃথিবীতে ছয় মাস দিয়া তারে স্বৰ্গ মুখ, কেমনে চলিয়া গেলে বিদীর্ণ করিয়া বুক ! প্রেমের মুকুল ভৰ সঞ্চাবিয়া এ লতা,