পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩১৬ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কেমনে চলিয়া গেলে আ করুণ প্রণে হয় ! ক্ষম কর ছয় মাস ; প্রসবিয়া সেই ফুল, রাখি তব প্রতিরূপ, রক্ষা করি কুক্কুল, ছয় মাস পরে,—নাথ । ছয় যুগ উত্তরার – উত্তর আসিবে অঙ্কে, স্বর্গে তার তপস্তর। পত্তির চিতায় এই মৃত প্রাণ সমর্পণ নহে মৃত্যু, অনাথার দীর্ঘ মৃত্যু এ জীবন । কর আশীৰ্বাদ, নাথ ! এ অনন্ত মৃস্থা-রত ! হয় যেন উদযাপিত, হয় পূর্ণ মনোরথ ” বসি আত্ম-গরা শৈল চাহি অ’ কাশের পনে সেই চন্দ্রলোক, চন্দ্র, নিরখিতেছিল ধ্যানে । স্বপ্ন-উথিস্থার মত চিত ভস্ম লয়ে করে, উভয় ললাটে মাগি কহিল উক্ষুস-ভ:র— “কর অtশীৰ্ব্বাদ, বংস তব বনমাতী ব্ৰত হয় যেন উদষপিত, হয় পূর্ণ মনোরথ ” বিরাট, উত্তর, চিত পার্শ্বে প্ৰণমিয়, ধীরে নীরবে উভয় শোকে চলিল। শূন্ত শিবিরে । এখনো অশোক-মূলে দাণ্ডাষ্টয়া নারায়ণ, প্রস্তর মূর্বতি যেন অনিমিষ নয়ন । আসিলেন ধনঞ্জয় সুভদ্রা জননী সঙ্গে, বসিলেন চিতামূলে —উত্তাল শোক তরঙ্গে অর্জনের ভাসিতেছে শান্তি ছায়া ; জননীর অনন্ত অতলম্পর্শী শোক সিন্ধু এবে স্থির । একটা লহরী মাত্র, ভূগিল এক উচ্ছ্বাস, পুত্রের শ্মশান-ছায়া ; বহিল একটী শ্বাস । কেবল একটী কথা কহিলেন ধনঞ্জয়--