পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র। । ১৩২১ "মান লভিবে মুক্তি, ধরা হবে স্বৰ্গৰাম ” গুরু দেব পদযুজ শৈলজা লইয়া শিবে, ' আ কুল কাদিয়া বালা কহিতে লাগিল ধীরে,— · “হে গুরো কৃপায় তব, হা পুত্র! স্নেহেতে তোর, অনার্য্য মাতার ডোর আজি নারী-জন্ম ভোর ! জগন্নাথ ! জগৎপতে ! আৰ্য্য অনার্য্যের হরি ! হে নীলমাধব ! দেও পদাম্বুজ দয়া করি পতিত অনার্যাগণে, পতিতপাবল নাম । দেও বনপুত্ৰ-মুখে, ধর্ম রাজ্যে দেও স্থান ।” নিগুণ নবীন তৃণে অস্কুরিয়া দুটা ফুল, একটা পড়িল ঝরি অকালে পুষ্প-মুকুল তোমার পবিত্র অঙ্কে । নিৰ্ম্মল কোরক অর আছে তার প্রেম-বৃন্তে। এই কলি মুকুমার ফুটাইয়া প্রেম-করে, হৃদয়েতে দলে দলে লিখিও তোমার নাম পিতৃ-প্রেম-অশ্রুজলে । দিও জ্ঞান, ভক্তি, বল ! দিও শিক্ষণ আত্ম-দান ! দিও পদাম্বুজ-ছায়া ! ধৰ্ম্মরাজ্যে দিও স্থান ! শুনিতে শুনিতে যেন পুত্ৰমুখে কৃষ্ণনাম, নবীনের হয় এই অপরাহ্ল অবসান সমাপ্ত । ૨જે ! ’