পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిరి নবীনচন্দ্রের গ্রন্থাবলী । রুক্মিণী বড় নিরাশ্রয়া আমি, বড়ই দুৰ্ব্বল, & সভ্য দিদি কিছু আমি, সংসারের নাহি জানি আমার আশ্রয় তোর, সুভদ্রার, গলা । দুই দিকে দুই জন, না থাকিলে অনুক্ষণ, কবে এত দিনে, দিদি, এই লভ ক্ষীণা যেতে শুকাইয়া অবলম্বন-বিহীন । কি ঘটেছে অমঙ্গল, কিছুই না জানি, বল । কুশলে ত আছে বল পুত্ৰকস্তাগণ ? আশ্রমে আছেন ভাল ভঞ্জী নারায়ণ ? সত্য ! সকলে আছেন ভাল । কিন্তু অমঙ্গল বহু দিন হ’তে, দিদি, ঘটিছে কেবল । বহু দিন অনাবৃষ্টি; মহানদীচয় হইয়াছে শুষ্কপ্রায় ; মহাশব্দে বয় ঝটিকা শর্কববর্ষী ; নীহারে আবৃত প্রদোষে প্রভাতে দিক ; পড়ে অনিবার উদ্ধারাশি যদুরাজ্যে বরধি অঙ্গার । নাহি দিবাকর আর তেমন উজ্জল ; ধূলি ধূসরিত যেন আদিত্যমণ্ডল হামল, অরুণ ভস্ম, বর্ণের বিকৃত অবয়বে চন্দ্র স্বৰ্য্য গগন আবৃত । ঘন ঘন ভূমিকম্প । ভূধর উদরে কি ঘর্ঘর শব্দ শুনি শরীর শিহরে । মূযিকের উপদ্রর স্থান নিৰ্ব্বিশেষ ; ঘুমালে ধাদবগণ কাটে নখ কেশ । গৃহ, পথ, সরোবব, বন, উপবন, মৃত মুষিকেতে নিত্য পূর্ণ অগণন ।