পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ஆதிை রুক্মিণী । भउ; ! 6.5 縣 প্রভাস } ృతికి করে ধনু, পৃষ্ঠে তৃণ, গৰ্ব্বিত বদন । কি গৰ্ব্ব কুঞ্চিতাধরে, পীনোন্নত বক্ষোপরে ! কি গৰ্ব্ব চরণক্ষেপে, সৌন্দর্য্যে ভীষণ । আসিত যাইত বাম উস্কার মতন । সত্যভামা ! পরিহাস তোরে নিরস্তর করিতে বাসেন বড় ভাল প্ৰাণেশ্বর । নিশ্চয় এ তার খেলঃ ! তোর কক্ষ ! অবহেল! করিবে সে ত্রিদিবের, সাধ্য দেবতার নাহি,দিদি, তুচ্ছ অপদেবতা কি ছার ? সে পবিত্র স্বৰ্গধাম প্রবেশিতে কাপে প্রাণ পুণ্যের ভকতিভাত ; করিবে প্রবেশ পাপের কি সাধ্য বল সে পবিত্র দেশ ! যে অশান্তি ঘোরতর হয়েছে সঞ্চার যদুকুলে, গৃহে গৃহে,-এও লীলা তার ? গৃহে গৃহে, কক্ষে কক্ষে, যাদবের বক্ষে বক্ষে, বিধুনিত ষে ভীষণ অশান্তি অনল, পড়ে নাহি ছায়া তব হৃদয়ে সরল । থাক উদাসিনী মত প্ৰতিধ্যানে অধিরত, বালিকার মত তব হৃদয় তরল, ন হি জু ন চারিদিকে কি যে হলাহল জলিতেছে, নিরস্তুর, জর্জরিত কলেবর কি বিদ্বেষে যাদবেরা, কি হিংসা অনল কক্ষে কক্ষে, বক্ষে বক্ষে, জ্বলে অবিরল। এ অনলে স্বরাপান করিছে আহুতি দান কি ভীষণ । নিরস্তুর, বিনা হৃশীকেশ, নর নারী স্বরাপানে মন্তু নিৰ্ব্বিশেষ ।