পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ >08 e নবীনচন্দ্রের গ্রন্থাবলী । উদয়ন্তি ভাস্করের কর পরশনেবিরাজেন হিমাচল, তুলিয়া মস্তক প্রসারি আমস্ত ফণী নাগেন্দ্র যেমতি অনন্ত, অনন্তব্যাপি ক্ষীরোদ সাগরে । র্তাহার ছায়ায় আমি উত্তর ভারতে, জাহ্নবী যমুনা শৈলসুতা অসংখ্যের সরল কৈশোর লীলা করি দরশন, দেখি শৈল অঙ্কে অঙ্কে নচিয়া ঘুরিয়া সেই ক্রীড়া, সেই লম্ফ প্রস্তরে প্রস্তরে, শুনি সেই স্বমধুর কৈশোর সঙ্গীত, ভ্ৰমিয়াছি বহু বর্য ।” * "ভ্রমিয়াছি আমি”— কহিল দ্বিতীয় শিষ্য—“মহর্ষি ! যথায় পঞ্চমুখ বিনিঃস্থত স্থধাম্রোত মত সঙ্গীতের মুশীতল, নিৰ্ম্মল শীতল বহিতেছে পঞ্চনদ ; শোভিতেছে পঞ্চ নীলমণি হার বক্ষে পঞ্চনদ-ভূমি প্রসবি ঐশ্বৰ্য ধৈর্য্য ; হিমাদ্রি মুকুট শোভে শিরে স্বরঞ্জিত কাশ্মীর কুস্কমে, সিন্ধু বক্ষে পাদপদ্ম সদা ভাসমান, বিষ্ণু পদাৰুজ মত। ভ্ৰমিয়াছি আমি শৈলে ৰিচিত্রিত, শৈল প্রাচীরে রক্ষিত, গান্ধারীর জন্মভূমি পবিত্র গান্ধীর * কহিল তৃতীয় শিষ্য-“গুরুদেব ! আমি ভ্ৰমিয়াছি স্বর্ণপ্রন্থ পূর্ব ভারত o; মিথিল, মগধ, বঙ্গ, কলিদ, फ़े९क्ज i