পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, , o “ * দুৰ্ব্বাস । কি দেখিলে, কি শুনিলে ? প্রভাস । లిgరి স্থির নেত্ৰে চাহিয়া দুৰ্ব্বাসা কক্ষ প্রাচীবের পানে ; সেই মুখ পানে চাহি শিষ্য পঞ্চ জন —নীরব সকল। f অবনত মুখ م করিলেন ঋষি পঞ্চ, রহিল নীরব । দুৰ্ব্বাস । কি দেখিলে,—কি শুনিলে ? প্রঃ শিষ্য । ... “ যোগীন্দ্র । সকলে দেখিয়াছি চক্ষে, কৰ্ণে শুনিয়াছি যাহা, নাছি শক্তি, নাহি ভাষা, নিবেদিতে পদে । যে অশান্তি, পূৰ্ব্ব ছায়া ঘোর ঝটিকার, ছিল কুরুক্ষেত্র পূর্বে ব্যাপিয়া ভারত প্রলয়ের মেঘমত, ঝটিকা গৰ্জ্জন, ভীষণ জীমূত মন্দ্র, সেই অশাস্তির,— ঈর্ষ ক্রোধ বিস্ফুরণ ছিদগ্নি মত রাজ্যে রাজ্যে পরস্পরে, নগরে নগরে, গৃহে গৃহে, নরে নরে,—ঘন বজ্রপাত, রাজ্যে রাজ্যে সংঘর্ষণ, আকেন্দ্র ভারত আসমুদ্র হিমাচল, করি প্রকম্পিত,— আসিন্ধু আচল, দেব ! দেব ! আগঙ্গা গান্ধীর, সাধুদের হাহাকার, ঘোর হুহুঙ্কার দুষ্কৃত্রে, অধৰ্ম্মের সে নৃত্য ভীষণ,— নাহি অণর। সে অশাস্তি গিয়াছে সরিয়া তিমির-রাক্ষসী যেন দিবাক্ষর করে। । কুরুক্ষেত্র-ঝটিকায় গর্জিয়া, বধিয়া, অসংখ্য অশনিপাতে করিয়া নিপাত