পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । ১৩৪৫ ৷ বাজিত ন প্রেমে গলাগলি করি ধনমাতা জ্ঞানমাতা,-চির বিরোধিনী— আলিঙ্গিয় নারায়ণে । শান্তি পারাবার সেই সিন্ধু ; নব রাজ্য সেই শতদল ; সেই নারায়ণ কৃষ্ণ । শাস্তি পারবার গাইতেছে কৃষ্ণ নাম অনন্ত উচ্ছ্বাসে। নব রাজ্য নীরজের অক্ষয় মৃণাল । কৃষ্ণনাম ; নব ধৰ্ম্ম মন্ত্র কৃষ্ণ নাম । আসমুদ্র হিমাচুল ভারত কেবল গাইতেছে কৃষ্ণ নাম আননো বিহবল ৷ হসিয়া বিকট হাসি কহিল! চুব্বাস

  • হায়! জড় মুখ নর বুঝিলন কেহ কুরুক্ষেত্র মহাযুদ্ধ লীলা দুৰ্ব্বাসার । কৃষ্ণের কি সাধ্য, সেই হীন গোপান্সের, এই মহা নরমেধ করে উদ্‌যাপন । সাজি পাওবের দূত কতই কৌশলে পেতেছিল ষড়যন্ত্র সন্ধির কারণ প্রাণপণে নারায়ণ দীতে তৃণ লরে , মাগিলেন পঞ্চ গ্রাম । “স্বচ্যগ্র মেদিনী

নাহি দিব”—শুনিলেন মন্ত্ৰ দুৰ্ব্বাসার। ব্রাহ্মণের প্রতিদ্বন্দ্বী ক্ষত্রিয় দাম্ভিক । পোড়াইয়া, আধিপত্য বেদ ব্রাহ্মণের রক্ষিতে, করিয়া সেই যজ্ঞ নরমেধ । স্থাপিলাম এই শাস্তি আসিন্ধু অচল- , কৃষ্ণের কি সাধ্য ভান্থা করিৰে স্থাপন ! । হা বিধাত ! তথাপি কি হইল প্রচার