পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭8૬ r নেচন্দ্রের গ্রন্থাবলী । সেই গোপালক-নাম । ইন্দ্র, চন্দ্র ছাড়ি - এই মনস্তাপ হয়। সহিব কেমনে ৷” কিছুক্ষণ ঋষিবর রহিয়া নীরবে জিজ্ঞাসিলা—“কে করিল, করিল কেমনে, এই পাপনাম, পাপ ধৰ্ম্মের প্রচার ?” কহিল প্রথম শিষ্য অবনত মুখে সভয়—“মহর্ষি ব্যাস” আগ্নেয় ভূধর গৰ্জ্জিল দুৰ্ব্বাস ক্রোধে, ভীত শিষ্যপানে চাহি কোটরস্থ ক্ষুদ্র নেজে প্রজ্বলিভ— “মহর্ষি —মহর্ষি —ব্যাস ওরে মূখ কহ কে ব্যাস ? মহর্ষি নাম কে দিল তাহারে ?” “পরাশর পুত্র”—ভয়ে কহিল কঁপিয়া শিষ্য। -পরাশর পুত্র”—গৈরিক এবার ছুটিল আকাশ পথে, গৰ্জিলা চুব্বাস“জিতেন্ত্রিয় পরাশর, তার পুত্র কভু সন্তবে কি ওরে মূখ-উড়ম্বরে ফুল ? মহাঋষি পরাশর, তপস্তায় ঠার করিলি রে এই ঘোর কলঙ্ক অর্পণ ! লভিলি কি এই শিক্ষা দুৰ্ব্বাসার কাছে জ্বরাচার ?” । “দ্বৈপায়ন"-কহিল তখন ভীত প্রকম্পিত শিষ্য। কহিলা ছাত্ম— বুঝিলাম এতক্ষণে কে মহর্ষি তোর,