পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ساgهر নবীনচন্দ্রের গ্রন্থাবলী । আর স্বাহ বলে দেব ! কহিতে ন পারি। হাসিয়া ঈষং ঋষি কfচলেন ধীরে— “হায় মূখ শিষ্যগণ ন জান তোমরা বর্তমান কত ক্ষুদ্র | কতই অসীম ভবিষ্যত । নাহি চাহি বৰ্ত্তমান যশঃ, ভবিষ্যত মহাকীৰ্ত্তি গাইবে আমার ! খঙ্গেীতের ক্ষুদ্রালোক নিকটে উজ্জ্বল । কিন্তু ভাস্করের জ্যোতি দাড়াইয়া কাছে কে পারে দেখিতে বল ? কে পারে দেখিে হিমাদ্রির সে মহিমা বসি পদতলে ? : কন্নুখানি ক্ষুদ্র গ্রন্থ পুত্র ধীবরীর করিয়াছে প্রণয়ন ? দর্শন, বিজ্ঞান, শ্রুতি, স্কৃতি, আয়ুৰ্ব্বেদ, জে,াতিষ, পুরাণ, সঙ্গীত, সাহিত্য, শিল্প, অঙ্ক, ইতিহাসআমার অনন্ত গ্রন্থ, অনস্ত মৈনাক মহাকাল-সিন্ধু-বক্ষে রহিবে অচল ; · ধীবরের তৃণ রাশি যাইবে ভাসিয়া। আমার অনন্ত গ্রন্থ সাধিবে উদ্ধার অনন্ত কালের তরে অনন্ত জীবের ।” কহিল স্বগত ধীরে শিষ্য একজন— “অনন্ত জীবের সত্য,--অনন্ত কীটের এই মহাগ্রন্থ গুণ সাধিবে উদ্ধার । একখানি মাত্র হয় ! পড়িতে তাহার আমি এ জীবের দত্ত, ক্ষুদ্র বুদ্ধি খানি, অনন্তকালের ওরে লভেছে উদ্ধার ” বহি যেন কিছুক্ষণ মহর্বি গম্ভীল ...' *

  • '