পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । ১৩৫৩ : মুয়ূর বিস্তৃত কি মুখ-স্বপন প্রাণের, কাহার লাগি। ধীরে ধীরে ধীরে, সে অস্ফুট বঁাশী বিশ্রুত জ্যোৎস্না-গীত, রিস্কৃত-স্বপন, মুখের স্নেহের শীতল মুধা-মণ্ডিত, উঠিল ভাসিয়া ফুন্ন জোৎস্নায় কারুর নয়ন আগে, শান্ত আকাশের শাস্তিবালা যেন,— কি শাস্তি বদনে জাগে ! “কে তুমি ? আকাশ হইতে কি তুমি নামিলে এ গিরি শিরে ? কে তুমি ? মানবী, কহ কিবা দেবী ?”— জিজ্ঞাসিল কারু ধীরে বিস্ময়ে স্তম্ভিতা—“আকাশের দেবী ? কিংবা বনদেবী বল ?} কিংবা শশাঙ্কের অঙ্ক-বিহারিণী শাস্তি স্বধী নিরমল ?” “দি”ি—কি মধুর ডাকিল আবার শান্তির ত্রিদিব লণ্ড । শান্তি সরোজিনী প্রভাত সন্ধীরে কহিল কি প্রেম কথা ! : আবার বিস্ময়ে জিজ্ঞাসিল কারু "কেন দেৰি ! এলে তুমি, অভাগিনী শৈল, ধরি তার রূপ : ছলিতে এ মরুভূমি। "