পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

net 8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী। । সেও অভাগিনী, অভাগিনী অামি,— নিষ্ঠুর বিধির খেলা ! জাগিল রে মৰু উভয়ের প্রাণে, নাহি তার সীমা বেলা । রমণীর প্রাণে জলে যেই মরু অনিৰ্ব্বাণ অনিবার, জগতের মরু, শ্যাকুম্বমের হয় তুলনায় তার ! প্রাস্তরের মরু, ম'রে একদিনে , প্রাণের সে মরু, হায় ! পলে পলে দহে, দহে তিল তিল, পলে কত যুগ যায় । সে মরু-দইনে দহিয়া দহিয়া আমার সে শৈলফুল, হয়েছে আকাশে ওই শান্তি তারা, দেখ কি শোভা অতুল । আমি সে দলে দহিয়া দহিয়া বলি নৈশকাশ তলে, કરે उद्गीं श्रांrन कश्ध्नि छांश्मृिॉ ভাসি স্মৃদ্ধিস্রোতোবলে ।” “দিদি । দিদি পমি সেই শৈল ভব, মরে নাই শৈল তোর”— শৈলজ পড়িল গলায় কারুর । দেহের উচ্ছ্বাসে ঙ্গের ।