পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস { ১৩৫৯ কি মধা ঋরিল, জগত ভরিল, কারুর হৃদয়-সর । মোহিত জগত, কারুর হৃদয় হইল মোহিত ধীরে, মুখ হ’তে মুখ পড়িল সরিয়া শৈল বুকে সিক্ত নীরে । তুলি মুখ—“দিদি ! দিদি । মা আমার ” ডাকে শৈল দর দর তুলিয়া কারুর মূচ্ছিত বদন, ভগ্নবৃন্ত ইন্ধীবর । *গুরুদেব ! এ কি ! কি হইল হায় ! হায় ! কি করিলে হরি ”— কঁাদিল শৈলজ, অবশ বদন বাম অংসোপরে পড়ি । *নাহি জানি নাথ ! কোথায় তোমার গোলোক আনন্দময়, বুঝি এই প্রেম তল পদাযুজ, সে গোলোক এ হৃদয় ।” যোগস্থা শৈলজ বসি কিছুক্ষণ চাহি নীলাকাশ পানে, । ধীরে বুলাইল কারু মুখে কর, সঞ্চারি তাড়িত প্রণে। , ধীরে ধীরে কারু মেলি নয়ন, মুখ অঙ্কে শৈলজার। । রছিল চাহিয়া শৈল মুখ পালে ।