পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هوانهoټ ډ দুৰ্ব্বাস । নবীনচন্দ্রের গ্রন্থাবলী সাধ্যতীত ! চিন্তাতীত ! মানব কল্পনাতীত ! মানবের কার্য নহে তাহা । হায়! কুরুক্ষেত্র-পূর্ব ভারতের সে অশান্তি ! এই শান্তি কুরুক্ষেত্র-পর ! - সেই হিংসা, এই প্ৰেম ! সে অধৰ্ম্ম, এই ধৰ্ম্ম । সে নরক, এ স্বৰ্গ মুনার ! আসিন্ধু আচল ব্যাপী পাওব সাম্রাজ্য-ছায়া কি শীতল, কিবা পুণ্যময় । নাহি সেই বক্ত স্রোত, প্রেম স্রোতে নর নারী জুড়াইছে তাপিত হৃদয় । সেই কুরুক্ষেত্র ঋষি ! দেখিয়াছ মেত্রে তব, এই কুরুক্ষেত্র একবার দেখ গিয়া নেত্র ভরি ; দেখিঙ্গে হইলে দ্রব প্রেমহীন হৃদয় তোমার ! এ কুরুক্ষেত্রেও ঋষি রথী সেই নরদে , রথে বসি ভদ্রা ধনঞ্জয়, বর্ষিতেছে নিরস্তর কৃষ্ণ-প্রেমামুত শর, প্রেমে মত্ত দুইটি হৃদয় । এ গাগুীব কৃষ্ণ নাম, দেবদত্ত কুঞ্চ মাম, তু৭ কৃষ্ণ-প্রেমামৃতে ভরা ; অষ্টাদশ অক্ষৌহিণী তুচ্ছ, প্রেম-রণ-রঙ্গে দেখ গিয়া মাত্তিয়াছে ধর । ইন্দ্রজাল! ইশ্রজান মুগ্ধ ইন্দ্রজালে ঘোর ! আধ্য জাতি ব্যাপিয়া ভারত ! বরংকাঙ্ক ৰােগলে ছিন্ন श्प्रु हेक्षबाण, क्रूज डेबिाङ बाण भउ ।