পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস। ' কিন্তু সেই পাপ নাম সরল অনাৰ্য্য ভূমে কেমনে পশিল বল হায় ? বাম্বকি। কৃষ্ণনাম পাপ নাম । পুণ্য নাম তবে আর আছে ঋষি কোথায় ধরায় ? প্রেমে প্লাবি বৃন্দাবন, ভাসাইল ব্রজভূমি শৈশবে কৈশোরে যেই নাম, যৌবনে বিজয় মন্ত্র কুরুক্ষেত্রে যেই নাম, যুদ্ধ ক্ষেত্রে নিরস্ত্র নিষ্কাম । ভারতের শাস্তি মন্ত্র, ভারতের রাজ্য-মন্ত্র মুক্তি-মন্ত্র প্রৌঢ়ে ভারতের, ষেই সুপবিত্র নাম, সেই নাম পাপ নাম ! পুণ্য নাম তুমি পাপিষ্ঠের । কেমনে সে নাম ঋষি ! পশিল অনার্য ভূমে ?— কারু । কারু ! শৈলজা আমার প্রচারিয়া সেই নাম, পতিত অনার্য ভূমি পুণ্যবতী করিছে উদ্ধার ! দুৰ্ব্বাসা। শৈলজা ! শৈলজা ! কে সে । একটি রমণী ক্ষুদ্র হইয়া কণ্টক তব পথে রহিল জীবিত নাগ । প্রচারিতে সেই নাম এ প্রত্যয় করি কোন মতে ? “নরাধম! ত্বরাচার । নৃশংস মানব-পগু ” —দাড়াইল গর্জি নাগরাজ-এ মুহূৰ্ত্তে ভাঙ্গি গিরি পড়িল না শিরে তোর, পড়িল না এ মুহূর্তে বাজ । পশুবৎ অত্যাচার করিতে রমণী প্রতি আর্ঘ্য ঋষিদের ধর্শ্ব জানি।

  • s

à