পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిa e দুৰ্ব্বাস নবীনচন্দ্রের গ্রন্থাবলী । , { নারীহত্য ধৰ্ম্ম তোর ; সরল অনার্য্যদের মহাপাপ ওরে নর-গ্লানি ! অনার্যের দেবী নারী, ধৰ্ম্ম রমণীর পূজা ; cद* मांद्ध cरुझे मद्रक्ष्भ পরশিবে রমণীর, ছুইবে তাহার ছায়, অনার্য্যের বধ্য সেই জন। কে শৈলজা ? হায়, ঋষি শৈলজা ভগিনী মম, প্রাণের পুতুল বাস্থকির,”ক্ৰোধে রক্ত নয়নে বহিল যুগল ধারা বাড়বকুণ্ডের যেন নীর। । “হায় ! নিদারুণ বিধি, করি পিতৃমাতৃহীন অকালে আমরা তিন জন, অৰ্পিল আমার অঙ্কে দুই ভগ্নী, শিশু বৃক্ষে দুই শিশু লতার মতন। । কারু ভগ্নী সহোদরা, শৈলজ পিতৃব্য-কস্তা, আমি প্রাণ, তারা চুটি কায় ; l হয় | ঋষি প্রাণ দিয়া পালিয়াছি দুই কায়, প্রাণের অভিন্ন দুই ছায়া । কিন্তু কি যে হাশয় স্থিৰাপ, হায়! আমি ! সেই মহা হ্রাশ-অনলে পোড়াই ভগ্নী ছটি ! সেই অনুতাপে ঋষি কি যে অগ্নি এ হৃদয়ে জলে।”— উচ্ছ্বাসে উঠিয়া কারু, ধরি বাস্তুকির গল, কহে—“দাদা । দাদা ! পিতৃ সম ! হইও না আত্মহারা ! তোমার ভগিনী হাট ভাহীদের ভাগ্য নিরুপম ।