পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । రి. তোমার এই মহাত্ৰতে নাহি দিত ধাপ যদি হইত কি ভগ্নী যোগ্য তব ? তাহীদের ততোধিক আছে কি জগতে মুখ f*-- প্রেমোচ্ছ্বাসে উভয় নীরব । হামুকি। কারু ! কারু ! প্রাণাধিকে । তুই এই প্রেমময়ী ! পুণ্যময়ী, পবিত্রতীময়ী ! কাঙ্ক রে ৷ শৈলজা আৰু —আমি তোরা দুজনের ভ্রাতার কাচ যোগ্য নহি। ভেবেছিমু ষে শৈলজা, আমি পাপিষ্ঠের ভয়ে, ऍमशङ ७कॉ८श्वदछ दान ; আজি সে শৈলজা দেবী, সে শৈলজা সন্ন্যাসিনী, cथभषग्निां दtइ झूबग्नदन ! সে ধারায় বনভূমি হইতেছে পুণ্যভূমি, . হইতেছে অনাৰ্য্য-হৃদয় ; পশুতুল্য সে হৃদয় যাইতেছে প্রেমে গলি, প্রেমে গলিতেছে শিলাচয় । কহে শৈগ কৃষ্ণ-কথা, গায় শৈল কৃষ্ণনাম, কহে শৈল—‘কহ কৃষ্ণ ! হরি ? "হরে । কৃষ্ণ ! হরে। কৃষ্ণ ” কহিয়া অনার্ষ্যগণ ধাইছে ভূতলে গড়াগড়ি । । গায় বৃদ্ধ কৃষ্ণনাম, গায় যুবা কৃষ্ণনাম, কৃষ্ণনাম যুবতীর মুখে, গায় কৃষ্ণনাম শিশু, নাচিয়া মায়ের কোলে, লুকাইয়া মুখ মা’র বুকে । বনের পাখীও যেন গাইতেছে কৃষ্ণনাম, কৃষ্ণনামে নাচে মৃগ, শিখ,