পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস। ১৬৭৩ রাজদণ্ডে গুরুতর হয় নাই প্রশমিত যে অনার্য নৃশংস হৃদয়, আজি সেই শিলা-বক্ষ, হইয়া দ্রবিত প্রেমে, শীতল নিৰ্ম্মল মুধাময় ! করিব সে দেবী হত। —লুকাইয়া অন্তরালে সেই দেবী দেখিয়া নয়নে, শুনিয়া সে কৃষ্ণ নাম, দেখিয়া সে ব্রজলীলা, মরিয়াছি আপনি भर्त्र,भ } এই দেবীকেই আমি করেছিনু নিয়োজিত কিবা ঘোরতর মহাপাপে ! করি কণ্ঠ নিপীড়িত চেয়েছি ত্যজিতে প্রাণ সেই ঘোরতর পরিতাপে— বাম্বকি আপন কণ্ঠ পীড়তেছে ব্যাঘ্র ৎ আপনার লৌহময় করে, কারু বিজলীয় বেগে সরাইল কর কাদি "দাদা । দাদা" বলি উচ্চৈঃস্বরে । যমুকি । চাহিয়াছি কতবার পড়ি গিয়া পদতলে আমার পালিত শৈলজার, মাগি ভিক্ষ ক্ষম তার, মাগি কৃষ্ণনাম আর , দ্রব করি পাষ ণ আমার । Aছয় । সেই পাপ স্থত করিয়ছে শিলাময় এই দেহ পাপেৰ আধার, জালিয়াছে কি অনল হায় । চারিদিকে মম, এ পদ সরেনি আমার । দুৰ্ব্বাস। কেবল সে পাপ নাম, কেবল সে নাম-গীত, কেবল সে পাপ কথা অার, যাহার তাহার মুখে, কান্ত আর সা হয় । बलि ठुरु श्ड्रेश अब्राख्न !