পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । ১৩৭৭ আসিতে আসিতে পথে, অদূরে সিন্ধুর তীরে, দ্বৈপায়ন মহর্ষি আশ্রমে। " কি আশ্রম পুণ্যময়, শাস্তিময়, প্রতিময়, আনন-আলয় সুশীতল । আমি হিংস্র বনপশু কেমনে কহিব তাহা,— ; সে ত নহে এই ধরাতল । স্থনীল আকাশ-পটে, শুামল ধরার বক্ষে, ধ্যান-মগ্ন শাস্ত শৃঙ্গচয়, শোভিছে চিত্রিতমত, নীল মণিময় পটে, • च वक्ता भद्रकठिषम् । কি শাস্ত কানন-শোভা ! কাননে কি মনোলোভ পুণ্যনীরা সরসী, নিঝর । জলচর, স্থলচর, হিংসক, হিংসিত, পশু বেড়াইছে যেন সহোদর । আশ্রমের পুণ্য লতা, আশ্রমের পুণ্য ফুল,— ঋষিপুত্রকন্যা-নিরস্তর খেলে পশু পক্ষী সহ, আলিঙ্গি শার্দুল, সিংহ, পশু পক্ষী যেন সহোদর। . অসংখ্য কুটীর দ্বারে, কাননছায়ায় বগি, 3. যেন শাস্ত পবিত্র নিঝর কহিতেছে শাস্ত্রকথা আৰ্য, ও অনার্য্য ঋষি, যেন প্রেমময় সহোদর। যোগশৃঙ্গ-বক্ষে শোভে রঙ্গত্তের উত্তরীয় সরস্বতী-জোত মনোহর, দেখিলামসেই শৃঙ্গে, সেই সরস্বতী-জীৱে, কি পবিত্র কুটীয় মুম্বর !.