পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খামুকি প্রভাস । ' ' ече কঁদিল উচ্ছ্বাসে কারু ; কেবল রহিল শুষ্ক কোটরস্থ নেত্র ছুশ্বাসার । । সপত্নী অনার্য্য আর্য্য ঋষিগণ মিলি যবে, মিলি যবে ঋষি-শিশুগণ, গায় সবে কৃষ্ণ-নাম সহ শৈল ভদ্রাঙ্গুন, প্রেমের উচ্ছ্বাসে হৃতমন ; হৃতমন প্রেমোচ্ছ্বাসে দাড়াইয়া মধ্যস্থলে সেই কৃষ্ণমূৰ্ত্তি মহিমার ! কাকু রে, সে প্রেমেছুীসে পাষণ যায় রে গলি, মানবের কথা কি আবার ! এক দিন সে সময় পশি তস্করের মত সে নিৰ্ম্মল পৰিত্ৰ কুটীরে, প্রণত হইয়া ভূমে কক্ষে কক্ষে চিত্রাবলী নমিয়াছি ভাসি অশ্রণীরে । অলক্ষিতে চতুষ্টয়-কৃষ্ণাৰ্জুন ভদ্রাশৈল— নমিয়াছি দিনে শত বার ; কি অদ্ভূত। কি অদ্ভূত। রেখাটিও পারে নাই কাল তাহে করিতে সঞ্চার । কি রহস্ত !—এক দিন জিজ্ঞাসিমু ঋষি একে ; তপস্বী কহিল ধীরে হাসি“যুবক 1 জান না তুমি পুপটও ত্রিদিবের কখন হয় না শুষ্ক বাসি । কৃষ্ণ নর-নারায়ণ নর-দেব, নারী-দেবী,— তাহার বিভূতি তিন জন । -কালের মর্তীত তারা, ধায় যুবা কাল বহি প্রশমিয়া তাদের চরণ "