পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిiyu নবীনচন্দ্রের গ্রন্থাবলী । চাহিছে ছুটতে বেগে নাশিতে আকাশতল, ধরাতল করিয়া সংহর । এই অগ্নি-হ্রদতীরে নিশীথ আকাশ-তলে, দুৰ্ব্বাসা প্রসারি ক্ষুদ্র কর কহে—“দেখ নাগরাজ ! জরৎকারু যোগানল । ওই দেখ অনার্য্য-ঈশ্বর !" হ্রদের অপর তীরে ছত্র:ভূতনাথ ধীরে মহাক্রোধে করিয়া গর্জন কহিলেন-“নাগtধম লজিবি প্রতিজ্ঞ তোর ? মম আজ্ঞা করিবি লঙ্ঘন ? পাগুৰ কৌরব বংশ ভস্মীভূত কুরুক্ষেত্রে, যহবংশ মাত্র আছে আর, প্রভাস উৎসব ক্ষেত্রে কালি গুপ্ত অস্ত্রে তুই মৃদুকুল করিবি সংহার জরুৎকারু যোগবলে ! করিবি অনার্য্য রাজ্য আসমুদ্র অচল স্থাপিত !” - অগ্নির গর্জন সহ মিশিগ সে ভীম রব, ভীম মূৰ্ত্তি হ’ল অন্তৰ্হিত । ঘন ঘন কঁপে ধরা ; শৈল শৃঙ্গ কাপে ঘন, সিন্ধু-গর্ভে ধান-যষ্টি মত f বাস্থকি বিহ্বল ভয়ে, ভয়েতে বিহবলা কারু, পড়িলা শিখরে মুম্বাগত ।