পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । , পঞ্চম সৰ্গ । মহাপান । উদ্বেল আনন্দে, লীলায় উচ্ছ্বল, প্রভাসের সিন্ধু উঠিল ভাসি মধুর বাসন্তীপূর্ণিমা উৰায় – হৃদয়ে অনন্ত মাধুরী রাশি। উধার আলোকে উঠিল ভাসিয়া সুদৰ্শন চূড়া, কৃষ্ণের শিবির ; *হরি বোল হরি ; কৃষ্ণ ! কৃষ্ণ ! হরি ”— গাইয়া আননে অধীর কণ্ঠ লক্ষ লক্ষ ; লক্ষ লক্ষ যাত্রী পড়িল সৈকতে প্রণমি শিবির ; “হরে । কৃঞ্চ ) হরে "—গায় প্রকম্পিত করি মহাসিন্ধু প্রভাসের তীর। গাইয়া, নাচিয়া, করতালি দিয়া, . আর্য ও অনাৰ্য্য শিশু, নারী, নর, ছুটে সিন্ধু পানে, ছুটে যেই রূপে সৈকত-বালুক বহে যবে ঝড় । “হরে । কৃষ্ণ ! হরে " -গাইয়া গাইয়া धरश्रटिश् याजौ-त्रि७, नादौ, न१ , বিচিত্র বরণ, বিচিত্র বসন, প্রভাসের আজি কি শোভা স্বনায় । S^9