পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

و عطني وج নবীনচন্দ্রের গ্রন্থাবলী অনিমিষ নেত্রে দেখে যোগিগণ মহাষোগি-মূৰ্ত্তি ষোগে নিমগন ; দেখে অনার্য্যের নেঞ্জে অনিমিষ দয়াময় হরি, পতিতপাবন । দেখে যাদবেরা নেত্রে অনিমিষ, দেখে কামাসক্ত স্বরাসক্তগণ, মহাকাল মূৰ্ত্তি দাড়ায়ে সম্মুখে নব কুরুক্ষেত্রে ভীম দরশন। সুভদ্র শৈলজা সঙ্গে দুই জন, চলিলেন হরি প্রসন্ন বদন । শত নর নারী দেয় গড়াগড়ি পড়ি পদপদ্মে, চলে না চকুণ । ভক্তি-আশ্র-জলে প্রক্ষণলি চরণ ভিজিছে সৈকত পবিত্র নীরে, গায় “কৃষ্ণ ! হরি ” নাচে ভক্তগণ, মাখি সেই ধূলা ললাটে শিরে । যেতেছেন হরি পবিত্ৰ করিয়া ষেই ধুলারাশি, তাহাতে পড়ি *হরি। কৃষ্ণ ! হরি - বলি নর নারী, আর্য্য ও অনার্য্য, স্বীয় গড়াগড়ি । যেই থানে হরি, উঠিছে সেখানে— “হরি । কৃষ্ণ ! হরি ! পতিতপাবন ।” "खम्न दमबाडा -श्ख्जा जननौ !”— উঠে পুণ্যরব বিদারি গগন । তোলে প্রতিধ্বনি যোজনে যোজমে ব্যাপিং প্রভাস মত্ত যান্ত্ৰিগণ— ।