পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । లtుగి “জয় বনমাতা –সুভদ্রা জননী । হরে । কৃষ্ণ ! হরে ! পতিতপাবন ।” কোথা বৃদ্ধ নারী কণ্ঠ জড়াইয়া কহে “বুকে আয় । আয়ু নীলমণি ।” মাতৃপ্রেমে বৃদ্ধ উচ্ছ্বাসে র্কাদিয়া, কহে-“আমি তোর যশোদা জননী । বেঁধেছিমু তোরে, মেরেছিন্ন তোরে, • তাই ওরে নিরুদয় ননীচোর আসিলি ছাড়িয়া ? আয় বুকে আয় ”— কহে যশোদার ভাবেতে বিভোর । কহে বৃদ্ধ কেহ নন্দ-cপ্রমে ভোর গলা জড়াইয়া—“গোপাল আমার ! কত কাল হায় ! অশ্র-স্রোত যম মুমুনীর স্রোতে বহে অনিবার ” শ্ৰীদাম স্থদাম ভাবে ভোর কেহ কহে ডাকি—"রে ভাস্ট রে কানাই ! বেলা হ’ল ভাই, চল শোষ্ঠে ষাই । তুই বিনা ভাই ! যায় না গাই ।” গোপী-ভাবে ভোর যুবতী সকল ছাড়ি পতি পুত্র, অবশ প্রাণ, নাহি লজ্জা ভয় দিয়া আলিঙ্গন, নাচে হাসে বসে, গায় প্রেম-গান । কহে-“পতি পুঞ্জ নাহি পড়ে মনে, তুমি প্রাণপতি ভূমি প্ৰাণেশ্বর । কত কাল হায়! জলিমু বিরহে, জুড়াও এ প্ৰেম-পিপাস-কান্তর :