পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిరీసెe নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কারো পিত, কারো পুত্র, কারো সখা, কারো প্রাণপতি, প্রণয়ী কাহার। এরূপে বাৎসল্য, শাস্ত, দস্তি, সখ্য, কান্ত ও মধুর প্রেমে ভাসমান পবিত্র প্রভাস-নব বৃন্দাবন, প্রেমে সিন্ধু আজি বহিছে উজান । লক্ষ লক্ষ যাত্রী ব্যাপয় প্রভাস প্রেমের সাগরে মত্ত ভাসমান, করিতেছে পান অজস্র ধারা,— কিবা মহসিন্ধু !—কি মহাপান ! মানব সিন্ধুর প্রেমের তরঙ্গে ভাসিয়া ভাসিয়া করি দিৰাতীত, আসিলেন কৃষ্ণ ফিরিয়া শিবিরে, জুড়ায়ে তাপিত, উদ্ধারি পতিত । প্রেমের আবেশে আপনি অধীর শিবিরের দ্বারে দাড়াইয়া হরি, দেখিলা অনস্ত সিন্ধুর সৈকতে মানব-সিন্ধুর অনন্ত লহরী। অনন্ত যন্ত্রের অনন্ত সঙ্গীত ছুটিছে মধুরে শহরে লহরে । লহরে লহরে বক্ষে সঙ্গীতের বহিছে ছুটিয়া—“হরে । কৃষ্ণ ! হরে ” নাহি তৃষ্ণ ক্ষুধা, নাহি অবসাদ, আর্য্য কি অনাৰ্য্য নাহি কিছু জ্ঞান, গাইছে নাচিছে গলাগলি করি, করিতেছে কৃষ্ণ-প্রেমান্বত পান।