পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S\తిసెళ్ళి নবীনচন্দ্রের গ্রন্থাবলী । দেখ ধৰ্ম্মরাজ্য – প্রেম রাজ্য তব ! কি প্রেম –কি শাস্তি --অমৃতরাশি !” কহিলেন হরি প্রেমের উচ্ছ্বাসে আকুল আনন্দে অধীর প্রাণ-- *এ যে প্রেম-রাজ্য ভঞ্জ শৈলজার । শৈল ! আজি মম পূর্ণ মনস্কাম।” আকুল উচ্ছ্বাসে পড়িয়া চরণে কহিলা উদ্ধব-পূর্ণ মনস্কাম উদ্ধবের আজি ! দেখিল ঐ লীলা, বিদায় তাহরে দেও ভগবান so কহিলেন কৃষ্ণ—“উদ্ধব ! উদ্ধধ ! এক মাত্র তুমি সখা দ্বারকায়। সয়াহ্ন জীবনে একই সাখুন, ঘাইও না তুমি ছাড়িয়া আমায়। ব্রজের উচ্ছ্বাসে উদ্ধব ! আমার আজি উচ্ছ্বসিত, উদ্বেলিত প্ৰাণ । নাহি নন্দ পিতা, যশোদা জননী, নাহি সখা মম শ্ৰীদাম স্থদাম । গোষ্ঠের সঙ্গিনী, বন-বিহারিণী প্রেমের প্রতিমা কিশোরীগণ, ভক্তিবিলাসিনী, নাহি মম আর নাহি সে যমুনা, নাহি বৃন্দাবন । ব্রজের সে খেলা সাঙ্গ বহু দিন, সে প্রেম-স্বপন হইয়াছে শেষ। সেই বনমালা গেছে শুকাইয়া, বাজে না সে বাণী, নাছি সেই বেশ।