পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস। Nరిఫ్రి দেখ কি মধুর এই বৃন্দাবন ! কি মাধুরী এই যমুনা বয় । দেখ কি ত্রিভঙ্গ ! কদম্ব সুন্দর । শুন কি বাঁশরী মাধুৰীময় ” কহিল উদ্ধব-“পারিল না পার্থ বুঝিতে, সহিতে, নর-নারায়ণ । যেই বিশ্বরূপ, সে অনন্ত রূপ কেমনে উদ্ধব করিবে ধারণ ? যেই সেীর রাজ্যে, অনন্ত অসীম, আদিত্য আপনি যান হারাইয়া, কি বুঝিবে তাহা পতঙ্গ খদ্যোত, ক্ষীণ ক্ষণস্থায়ী আলোক লইয়া ; হায় । বিন শিক্ষা, বিনা সাধনায়, না পারি লভিতে ক্ষুদ্র শিল্পজ্ঞান ; বিনা শিক্ষা, আমি বিনা সাধনায়, % অমস্ত অচিন্তা পূর্ণ ভগবান বুঝিব কেমনে ? লঙ্ঘিয়া কেমনে অনন্ত জ্ঞানের মহাপারাবার, দেখিবে তোমার চিদানন্দ রূপ ?— এখনো উদ্ধব শিখেনি সীতার । ভাষার, শিল্পের চিত্র, সঙ্গীতের, রয়েছে অক্ষর, রয়েছে বিধান ; অক্ষর বিধান আছে সেইরূপে লভিতে অনন্ত তৰ তত্ত্বজ্ঞান । আজি এ প্রভাসে পেয়েছি অক্ষর, এ প্রভাগে আজি পেয়েছি বিধান,