পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o প্রভাস : లిసెన్స

  • হরে । কৃষ্ণ । হরে ”—গায় দীন কবি, প্রেমের উচ্ছ্বাসে আনন্দে বিহবল, উদ্ধব | তাহারে নেও বৃন্দাবনে,

দেখ বক্ষ ভাসি বহে অশ্রুজল ! আমিও উদ্ধব ! তোমার মতন রাজনীতি মহা মরুতে পড়িয়া, কাটাই এই একটা জীবন, শত মনস্তাপে জ্বলিয়া পুড়িয়া ! প্ৰেম-পিপাসায় এ তাপিত প্রাণ বড়ই কাতর, পিপাসাতুর ; উদ্ধব ! আমায় নেও বৃন্দাবনে, সেই ব্রজলীলা দেখিব মধুর । চতুর্দশ বর্ষ বসি এক ধ্যানে দেখিয়াছি সেই লীলা চিন্তাতীত ; পাইয়াছি শান্তি মরুদগ্ধ প্রাণে, হয় নাই তবু তৃষ্ণ নিৰ্ব্বাপিত । উদ্ধব | আমারে নেও বৃন্দাবনে । সেই ব্রজলীলা দেখিয়া মধুর জুড়াইব প্রাণ,—মরুদগ্ধ প্রাণ বড়ই কাতর, বড় তৃষ্ণাতুর