পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8 се নবীনচন্দ্রের গ্রন্থাবলী । । ষষ্ঠ সর্গ। عمتاست. سیستم প্রতিজ্ঞ ।

  • বনবালা ! বনবালা ! কত কাল আর

এই পিপাস অনল বহিব এ মরু-বুকে ?-বহিৰ শোণিতে এই অনল তরল ?”— অতীত প্রহর নিশি, ফুল্ল নীলাম্বরে মিশি হাসিতেছে বৈশাখের প্রফুল্ল চন্ত্রিম 1; নীলাম্বুর নীলিমায়, উচ্ছ্বলিত মহিমায়, ভাসিতেছে সেই হাসি পূর্ণ মধুরিমা । বৈশাখের পূর্ণিমার পূর্ণচন্দ্ৰ মুধাধার, সমুজ্জ্বল সে মৃধায় প্লাবিত আকাশ ; প্লাবিয়া আকাশ অঙ্গ, শীতল স্বধাতরঙ্গ তুলিয়াছে সিন্ধুনীরে কি স্বধা-উচ্ছ্বাস ! নারী-মুখ সুধাকর চাহি সেই শশধর, রূপের স্বধায় মুখ পূর্ণিত প্লাবিত ; প্লাবি মুখ নীলাম্বর, ঝরিতেছে স্বধা-কর চন্দ্র-দীপ্ত সিন্ধুজীর করি আলোকিত । সিন্ধুতীরে শিলাসনে, বিস্ফারিত ছনয়নে, বসি বামা, নারী-গৰ্ব্বে প্রীপ্ত নয়ন ; নারীগর্বে পূর্ণ মুখ, পূর্ণিত পীবর বুক, শোভিছে বিদ্যুৎদীপ্ত মেঘখণ্ড সম । অনার্য্যের সেনাপতি সাজিয়াছে রূপবর্তী,