পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । Y8 e >. কেশের উষ্ণীষ শোভে ললাট উপর ; উষ্ণীষে চুড়ার শোভা চন্দ্র করে মনোলোভ, উরস্ত্রাণাকৃত উচ্চ উরস মুন্দর । পৃষ্ঠে তুণ, শরাসন, নিদ্রিত ভুজঙ্গ সম, কটবন্ধে ক্ষীণ কটি শোভে ক্ষীণতর , । খচিত কোষে ঝলসি নিতম্ব-বিলম্বী অসি, শোভিছে সঙ্কণী ফণী তীব্র বিষধর । শোভে ভুজে মুকুমার--মনমথের কণ্ঠহার— রতন কুঙ্কণ কিবা আদরে আবরি’ ! স্বপ্রকোষ্ঠে মনোলোভা, বিলোল বলয়-শোভা, খেলে কর সঞ্চালনে কিবা লীলা করি ! কর্ণের কুণ্ডলদ্বয় খেলে কিবা লীলাময় ! স্থগোল কোমল কণ্ঠে কণ্ঠী মনোহর ; কোমল কৌষিক শোভা কি উরুতে মনোলোভা । স্বগোল চরণে শোভে মঞ্জীর মুখর । রয়েছে ঈষদ হাসি অধর কোণায় ভাসি, চাহি চন্দ্র পানে বামা বসি অবিচল, চাহি সেই মুখ পানে, অধীর মদিরা পানে, ৰসি শিলাতলে কহে সাত্যকি বিহবল – “বনবাল বনবালা ! কত কাল আর এই পিপাসা অনল বহিব এ মরুবুকে ? –বহিব শোণিতে ७झे श्रमण उ१ला ? কত কাল – এক দিন নিদাঘ নিশীথে শয্যা-কক্ষে, স্বপনে যেমন, অপূৰ্ব্ব রমণী-মূৰ্ত্তি নীলিম মধুরী