পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:S०२ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । দেখিলাম, মেলিয়া নয়ন । নয়ন না পালটিতে চপলার মত হইল অন্তর মুলোচনা । ভাবিলাম স্বপ্নদেবী হইয়া কি মূৰ্ত্তমতী করিলেন অামারে ছলনা । বিঘ্নিত ত্যজিয়া শয্যা, স্বপ্নে যেমন, কক্ষ হইতে হইয়া বাহির দেখিলাম, অর্থপৃষ্ঠে অপূৰ্ব্ব কৌশলে বারবালা লঙ্ঘিল প্রাচীর । বিঘ্নিত, স্তম্ভিত, ভীত, দেহ রোমাঞ্চিত, দাড়াইয়া অচেতন প্রায়, ভাবিলাম-এ কি স্বপ্ন ! কিংবা কোন দেবী এইরূপে ছলিল আমায় ! একি দৃপ্ত ! কি রহস্ত – চিত্ত। সারানিশি, দেখিলাম প্রভাতে উঠিয়া, নহে স্বপ্ন, প্রাচীরের মূলে তুরঙ্গের •ाझ-ङ्ि ಇಥ್ರ পড়িয়া ! কে রমণী ? কেন কক্ষে পশিয়া গোপনে এই রূপে হ’ল অস্তৰ্হিত ? cमई अश्-श्रृंन-क्लिझ झनदध्न धशांद्र . ছায় ধেন হইল অঙ্কিত । বুকের উপর দিম্ব তুরঙ্গ-বাহিনী যেন বেগে গিয়াছে চলিয়া, কি যেন মদির স্থতি, স্বজ্ঞাত উচ্ছ্বাস, রূপ-স্বপ্ন, গিয়াছে রাখিয়া ।