পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । - >8 • Ф কি যেন দারুণ ব্যথা মরমে মরমে অকস্মাত হইল সঞ্চার , । কি যেন আবেশে দেহ হইল অবশ, প্রাণে যেন কিবা হাহাকার ! কত দিন, কত নিশি, এই রূপে হয়। বাণ-বিদ্ধ কপোতের মত, কাটিলাম যাতনায়, দিবা কুনাহারে, যাতনায় নিশি অনিদ্রিত ! দেখিলাম, কত বার, বিদ্যুৎবিক্ষেপী নবীন নীরদময়ী বালা দাড়াইয়া কক্ষে মম, বিদ্যুৎ বিক্ষেপে অন্ধকার কক্ষ করি আলা। ছুটিলাম উন্মত্তের মত কত বার ধরিতে সে দীপ্ত। কাদম্বিনী ; ধরিলাম, –কিন্তু কই ? কক্ষ অন্ধকার ছলিয়াছে ভ্রান্তি মায়াবিনী । দিবা নিশি কত বার, হায় ! শত বার, আরোহিয়া অট্টালিকা-শির, দেখিতাম আত্মহারা নেত্রে অনিমিষ সেই অশ্ব লক্তেত্ব কি প্রাচীর । একদা নিশিতে যেন দেখিছু রমণী সেই রূপে প্রাচীর লভিঘয়া, বকুলে ৰাধিয়া অশ্ব, কৃষ্ণের প্রাসাদে । সশঙ্কিত যাইছে চলিয়। . ছুটিগাম হৃদয়ের আবেগের বশে খরাসন-ভ্রষ্ট শর মত,