পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38e 8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । শুনি পদ-শব্দ মম অশ্বারূঢ়া বামা উল্কাবৎ হ’ল অস্তৰ্হিত । ছিল সুসজ্জিত অশ্ব নিকটে আমার, অশ্ব-পৃষ্ঠে লঙ্ঘিয়া প্রাচীর ছুটিমু, ছুটিল বেগে তুরঙ্গ যুগল অন্ধকারে যেন দুই তীর বায়ুগামী তুরঙ্গের ঘোর হ্ৰেষ্কারব ঘন ঘন উঠিছে ভাসিয়৷ নৈশ নীরবতা বক্ষে, অশ্ব-পদাঘাতে অগ্নি-কণা পড়িছে ছুটিয়া । কিবা অশ্ব-সঞ্চালন ! কত ক্ষুদ্র স্রোত, कङ व्रि, कब्रि फैल्लज्बम ছুটিয়াছে বীরাঙ্গন, বসি অশ্বে বাম চারু শৈল প্রতিমা যেমন । এইরূপে বহু ক্রোশ তুরঙ্গ যুগল মহাবেগে করি অতিক্রম, প্রসারিত পদে পরে অবসর পড়ি, অকস্মাত ত্যজিল জীবন । এক লঙ্কে পড়ি ভূমে ফিরাইয়া মুখ, রাথি বক্ষে করোপরে কর, দাড়াইয়া বীরবালা, যেন বনকুরক্ষিণী ব্যাধ আগ্নে সংগ্রাম-তৎপর। অ ধার নিৰ্ম্মলা নিশি , জলিছে আকাশে দীপালোক অসংখ্য নীরব ; সেই আলো অন্ধকারে মরি ! কিবা রুপ } ভূতলের অতুল বিভব !