পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 et নবীনচন্দ্রের গ্রন্থাবলী। ‘খুলিব না, হান আসি ! পাতিয়াছি বুক ! কাপুরুষ ঘোষিবে সংসার।’ কি ঘোর সংকট ! কিবা মূৰ্ত্তি গরবিণী, শিলা সম দাড়ায়ে নির্ভীক । কি রূপ বিদ্যুৎপ্রভা ! ধাধিল নয়ন ; ঘুরিতে লাগিল চারিদিক। কি যেন মদিরাস্রোত ছুটিল শোণিতে, দেহু মম অবশ অধীর, কহিলাম—‘নারী-রত্ন মানিলাম পরাজয় ; এইরূপ নহে অবনীর ! হৃদয় বিজিত ক্ষত রক্তজবা সম রূপ-পাত্রে লও উপহার ”— ‘লইলাম ;- এইখানে এমন সময়ে পক্ষান্তরে মিলিব আবার ? সগৰ্ব্বে ফিরায়ে মুথ চলিল মন্থরে, কি গৰ্ব্বিত মুনার গমন । কি গৰ্ব্বিত দেহভঙ্গি, রূপ-গরবের অঙ্গে অঙ্গে তরঙ্গ কেমন ! রূপের তরঙ্গ-লীল চাহিতে চাহিতে, মিশাইল নৈশ অন্ধকারে , অস্ত গেল চন্দ্র মম হৃদয়-আকাশে, অন্ধকারে জাবরি তাহারে । আত্মহারা কিছুক্ষণ ভ্ৰমি, শিলাখণ্ডে রাখি মম অবগল্প শিং, বসিলাম ধয়াতলে, অবসর দেহে শোণিত-প্রবাহু যেন স্থির ।