পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । ృ8e్న চাহিলাম নীলাকাশ, দেখিলাম যেন নিবিয়াছে তারকা সকল, মূৰ্ত্তিমতী নিশাদেবী শোভিতেছে বামা, নীলাকশি করিয়া উজ্জ্বল। সেই স্থতি করিতেছে অবশ হৃদয়,— দেও মুরা-পাত্র, বনবালা ! অধর-মদিরা মাখি । জ্বলিল এ প্রাণে নিদারুণ সেই স্মৃতিজাল। " ঢালি স্বরাপত্রে মুর, পান করি বাম, সত্যিকরে করিল অর্পণ ; পান করি কহে—” হু ! কিবা তীব্র সুরা ! তরল বিস্থাৎ অনুপম — মিলিলাম পক্ষাস্তরে, মিলিগাম আর কত স্থানে, হায় ! কত বার ! প্রহেলিকা স্বরূপিণী এখনো ষে তুমি — পুরিল ন পিপাসা আমার । মন্ত্র-মুগ্ধ ফণী মত এই দীর্ঘ কাল চলিয়াছি ইঙ্গিতে তোমার, তোমার ইঙ্গিতে আমি করিয়াছি হয় । কি নরক যাদব-সংসার । তোমার ইন্ধিতে হায় ! স্থাপিছু গোপনে । দ্বারকায় শোণ্ডিক-আলয় ; রাখিলাম লুকাইয়া দ্বারকা নগরে সপী-সম শৌণ্ডিক নিচয়। অনাৰ্য্যার স্বরা-মুধা, রূপ-মুধা আর, গরলে গরুল উগ্র মিশি,