পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

فيا و 8 لا নবীনচন্দ্রের গ্রন্থাবলী। উন্মত্ত যাদবকুল দুই মহাবিষ হয় ! পান করি অহৰ্নিশি ! . অনার্য্যার প্রেমানল, অনার্য্যার স্বরানল, হিংসা-কুণ্ড করি প্রজলিত, পুড়িছে যাদবকুল ; কৃষ্ণের শাসনে হইল না অগ্নি নিৰ্ব্বাপিত। ' নাহি সে শোণ্ডিকালয়, তথাপি গোপনে করিতেছে দুই বিষ পান ; দ্বারক অশান্তিপূর্ণ, না জানি ঘটবে স্বাদবের কিবা পরিণাম । কহিলে--"অনাৰ্য্য জাতি, যারা এক দিন ছিল এই ভারত-ঈশ্বর, হইয়াছে অন্নাভাবে হা অদৃষ্ট ! তার হীনজীবী শৌণ্ডিক ইতর । তুমি কুরুক্ষেত্র-জয়ী, করুণ-হৃদয়, শ্ৰীকৃষ্ণের ভূজ অঙ্কতর ; আমার্যোরে দেও ছায়! ! হও যদুপুরে অনার্যা-অশ্ৰয় তরুবর ! অনুঢ়া অনাৰ্য্য-রাণী—এই হেতু তার কক্ষে নৈশ অভিসার । দে ৪ ভিক্ষা ! যথাকলে দিবে পদে তত্ব জীবন, সৰ্ব্বস্ব, অনুঢ়ার -- দেও স্বরাপাত্র -আহা ! কি তীব্র অনল – কাল পূর্ণ হয়েছে কি বল ? তাই কি প্রেরিলে পত্র । নাহি পারি আর সহিতে এ পিপাসা অনল ।”