পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘. . .8 × 8 নবীনচন্দ্রের গ্রস্থাবলী । যুথিকার পুষ্পসন ধৌত চন্দ্র করে, বসি নর-নারায়ণ বেদি নীলোৎপলে, মানব অদৃষ্টাকাশ করি সমুজ্জল, করি সমুজ্জ্বল মহাকাল পারাবার । নীলমণিময় দেহ-তীর্থের অন্তরে যেন শত পূর্ণচন্দ্র হইয়া উদিত, করিতেছে নীলামৃত কৌমুদী নিঃস্বত স্বশীতল, সমুজ্জ্বল, পতিতপাবন, আলোকিয়া চন্দ্র করে আলোকিত বেলা । উপলে রাখিয়া পৃষ্ঠ, রাখি উদ্ধ শির, আকৰ্ণ বিশ্রাস্ত নেত্রে, করুশ নিঝর, চাহি আনস্তের পানে প্রশস্তি বদন । অঙ্গে অঙ্গে রাজ-বেশ, মস্তকে উষ্ণীষ, জলিতেছে চন্দ্রালে’কে, পূর্ণচন্দ্র করে জলিতেছে ততোধিক ললাটে, বদন । শৈলজা আসিয়া ধীরে প্রতিমা প্রীতির,— প্রেমাশতে ছল ছল নেত্ৰ ইন্দ্ৰীবর ; নীলামৃতে ছল ছল, গৈরিকে আবৃত, শাস্ত স্কুললিত দেহ ; বেণী অমস্বণ বেষ্টিয়া মন্তক চারু, চুড়ায় স্বন্দর ৷ শোভিছে অসাবধানে ললাট উপর ; শোভিছে গলায় ভক্ত-দত্ত পুষ্পমালা, রত্নমালা কণ্ঠে যেন দেবী প্রতিমার – আসি চন্দ্রীলোকে ধীরে প্রণমিল শৈল নারায়ণ পদাৰুজে । অৰ্পিয়া চরণে কণ্ঠস্থিত পুপহার, রাখিয়া হৃদয়ে