পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉8>や নবীনচন্দ্রের গ্রন্থাবলী কহিল কঁদিয়া —“মা গো ; তোরা দুইজন এ পাপী সন্তানগণে দিয়া পদাপ্রয় ল’য়ে চল বৃন্দাবনে, দেখা গোপালের সে কিশোর লীলাভূমি পতিতপাবনী । অবগাহি যমুনার স্বশীতল নীরে, আলিঙ্গিয়া মুশীতল কদম্ব তমাল, কৃষ্ণ-পদে পবিত্রিত গুণম বর্বদিলে —ব্রজাঙ্গন প্রেমাত্ৰতে সিক্ত স্বশীতল— রাথি এ তাপিত বক্ষ এ প্রেম পিপাসা জুড়াইব, প্রাণ মা গো ! বড়ই আকুল ” চলিল না পদ মম, সুভদ্র আপনি চfললেন, ভক্তগণ বেষ্টিয়া তাহায় সরল শিশুর মত নাচিয়া নাচিয়া, গাইয়া গাইয়া নাম-গীত সুমধুর, কুই নেত্রে প্রেম-ধ রা, গিয়াছে চলিয়া বড়ই আকুল প্রাণ তব শৈলজার । আসিল ছুটয় রাথি চরণ যুগল জুড়াইতে এ হৃদয়ে, আকুলতা তার । উৎসবাস্তে উৎসবের অলিয়ের মত করিতেছি হাহাকার এই পুণ্যভূমি, এই নব কুরুক্ষেত্র, নব বৃন্দাবন । প্ৰাণনাথ ! দীনবন্ধো ! তুমি দয়াময় ! করুশার সিন্ধু তুমি ! কেন এইরূপে ভাঙ্গিলে উৎসব নাথ দিলে ব্যথ প্রাণে ভক্তদের এইরূপে অকরুণ মনে ?” রাখিয়া দক্ষিণ কৰু শৈলজার শিরে,