পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । ›8 »ዓ নারায়ণ স্নেহ-কণ্ঠে কহিলা-“বুঝিবে ।” সেই স্বপ্রসন্ন মুখ প্রদীপ্ত শীতল, আকৰ্ণ বিস্তৃত নেত্র, চাহিয়া চাহিয়া কহিতে লাগিল শৈল—“পতিতপাবন । সমস্ত পতিত জপতি করিলে উদ্ধার, ভাসাইলে এ ভারত প্রেমের প্রবাহে ! আৰ্য্য ও অনাৰ্য্য, নাথ ! জুই মহস্ৰোত এ প্রেম-প্রবাহে আজি হইয় পতিত, সলিলে সলিল ষেন হুইয়া বিলীন, ছুটিল কি,সিন্ধু-মুখে শাস্তি পারাবার । আজি এ ভারত নাথ ! বৈকুণ্ঠ তোমার, তুমি নর-নারায়ণ, পূর্ণ সনাতন । অrক্তি ভদ্রা শৈলজার পূর্ণ মনোরথ ! এ পতিত শৈলজার স্বজাতি কেবল বুহিল পতিত নাথ ! তাহীদের প্রতি হইলে নিদয় কেন ? কেন নিবরিলে ৯এ দণসীরে নাগপুরে করিতে গমন, শুনাইতে কৃষ্ণনাম সে পতিত বনে ? শৈলজার জন্মস্থান, জাতি শৈলজার, রহিল পতিত নাথ ! রহিল পতিত শৈলজার পিতা-পুত্র-ভ্রাতা নাগপতি ; জরৎকারু, মাতা-কস্তা-ভগ্নী শৈলজার। বনের স্বস্বাছ ফল, বন নারিকেল, বনবাসী ভ্রতা মম ঃ মৃঢ় আবরণ,— হৃদয় মধুর শস্তে মধুৰ সলিল । ভগ্নী নিদাঘের নদী অন্তরসলিল । లీ