পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । রমণীর অভিমান তপ্ত আবরণে বহিতেছে প্রেম-ধারা নিৰ্ম্মল শীতলা । আশার ও নিরাশার কি উগ্র অনল । জলিয়াছে তাহীদের কোমল হৃদয়ে মহা বাড়বাগ্নি সম !—দয়াময় তুমি, কেন তাহদের প্রতি হইলে নিদয় ? আবার প্রসন্ন মুখে উক্তরিল হরি י সস্নেহে--বুঝিবে শৈল * চারু নেত্রে চারি চাহি পরস্পরে স্থির পূর্ণচন্দ্রলোকে,— প্রভাত শিশির সিক্ত চারি ইলীবর চাহি পরস্পরে’ শম্ভ, স্থির, অবিচল । দেখিল শৈলজা যেন কি প্রেম-উচ্ছ্বাস উঠিল ভাসিয়া দেব-নেত্ৰে ছল ছল । কহিলা কোমলতর কণ্ঠে নারায়ণ-বাহুকি ও জরৎকারু !”-শৈলজ প্রথম শুনিল যুগল নাম কণ্ঠে কেশবের 海 এত দিনে, এতদুরে । কি কণ্ঠ মধুর ! কিম্ব প্রেম-বিগলিত কহিল প্রেমিক চির প্রেমিকের, যেন চির প্রেমিকার, চির মধুময় নাম, চির প্রেমময় । আশৈশব এই নাম শুনিয়াছে শৈল প্রেমময়ী, শুনে নাট এমন মধুর । মুহূৰ্ত্ত নীরব বহি কহিলেন পুনঃ “বাঙ্গুকি ও জরৎকাক -- ইহাদের সম छख यभ मांश् ि**ण ! ♛हैं शग्रांठरण ”