পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত । છે.8 છે જે ভগবন । তব মুখে বড়ই মধুর ভক্ত নাম -ভক্ত তব, ভক্তের যে তুমি ! -প্রাণনাথ ! লীলাময় । এ কি লীলা তব ।”— কাদিয়া পড়িল শৈল লুটী’য়ে চয়ণ । . প্রাণনাথ ! লীলাময় ! এ কি লীলা তব ! । বাস্থকি ও জরৎকারু ভক্ত তব যদি কেন তাহদের এই অশান্তি আনলে পোড়াইলে হায় নাথ ! একটি জীবন ? চল নাথ । চল যাই পতিত পাতালে । নাগপুর হবে তব নব ব্ৰজপুর ; বাসুকি শ্ৰীদাম সই ; শৈল জরৎকারু, —হয়। নাথ ! জরৎকারু মহা মরুভূমি, চির প্রেম-পিপাসিনী {চর উন্মাদিনী !— হইবে ব্রজের গোপী ; বহিবে যমুনা সিন্ধুনদে সিন্ধুমুখে, গাইয়া সাইয়। " পতিতপাবন নাম ঃ সাগর-সঙ্গমে হইবে ব্রজের প্রেম অনস্ত অসীম । হইল উদ্ধার নাথ ! অহল্যার মত পতিত অনাৰ্য্য-ভূমি ঃ হইল উধ্বর উষর অনার্য্য-ভূমি ; হইল শোভিত মরুভূমি প্রেমপুষ্পে, প্ৰেম সরোবরে, তব কৃপা-জাহ্নবীর প্রবাহে শীতল । কেবল কি নাগভূমি রবে মরুময় ? কেবল কি নাগপতি, কাঙ্ক কি কেৰল, , সৃদয়ে বহিবে মরু ? নিবিবে না হায় ! কেবল কি তাহদের প্রাণের পিপাসা ”