পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোথা জলধারা, কোথা প্রপাতের মত, শোভিতেছে অঙ্গে অঙ্গে ; কোথায় গহ্বর হইয়াছে গিরি ; গিরি হয়েছে গহ্বর । , সম্মুখে যে দৃশু—হায় ! মানব-নয়ন না পারে দেখিতে ; দৃপ্ত না পারে সহিতে মানব-হৃদয় হায় ! ছিল যেই খানে ক্রোশব্যাপী যাদবের উৎসব শিবির, রহিয়াছে ক্রোশব্যাপী যাদব-শ্মশান । বর্ষিত ভস্মের স্তরে, ভস্মে শিবিরের প্রধূমিত স্থানে স্থানে,- রয়েছে পড়িয়া বিকৃত যাদব-শব, দগ্ধ, অস্ত্ৰাহত । কেশবের পুত্র, পৌত্র, রক্ত, মাংস, প্রাণ, ধাতু শৈলথগু সহ, কোথায় বা পড়ি ধাতু শৈলখণ্ডতলে, অনন্ত শয়নে । প্রভাস উৎসবক্ষেত্র শবক্ষেত্র এবে 3. যাদবের, প্রভাসের মহা পারাবার এবে হায় ! যাদবের শোক-পারাবার ! "এই কি করিলে হরি ”—কাদিয়া দারুক কহিল চরণে পড়ি । শাস্ত কণ্ঠে হরি উত্তরিলা, শান্ত নেত্ৰে চাহি অবিচল প্রস্তাত আকাশ, স্থির-“দারুক ! দারুক — যাদবের কুরুক্ষেত্র হয়েছে সাধিত সাধুদের পরিত্রাণ, ছন্থত বিনাশ ; ধরাতলে ধৰ্ম্মরাজ্য হয়েছে স্থাপিত । যুগ শেষ - লীলা শেষ”—— · উঠিল কঁাপিয়৷