পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । *8२२ পেয়েছ কি তুমি দাদা ?” “পেয়েছি।”-নিশ্বাস ছাড়ি বাসুকি ভগিনী সহ বসিল শিলায়। "পেয়েছ ; কোথায় তিনি ? কেমন আছেন কহ ? আছেন ত নিরাপদে ?”— $ “বিপদ তাহয় পারে কি ছুইতে ?—”ঘের মহা সিন্ধু পানে, দুজনে রহিল চাহি উচ্ছ্বসিত প্রাণে । বাসুকি । পেয়েছি দৰ্শন কারু শু-বহু অন্বেষণ পরে রজতের মহামূৰ্ত্তি দূর সিন্ধুতীরে দেখিছু উপলাসনে, উপলে রাখিয়া পৃষ্ঠ, কি মহিম মহাবক্ষে, সমুন্নত শিরে । অঙ্গ অবিচল, স্থির, নিমলিত নয়ন, কিবা স্বপ্ত সিংঙ্গ- শাভা, নিদ্ৰিত গৌরব ! শেীর্ষের ও সৌন্দর্ঘ্যের মূরতি নীরব ! ধবলগিরির শৃঙ্গে মহামেঘ-ছায়৷ মত পড়িয়ছে শোধ ছায়া বদনে গভীর, কপোল গভীর ঙ্কিত গুষ্ক অশ্রনীর । শৈলখণ্ড-অস্তরালে লুকাইয়া দেখিতেছি এই দিবা-অন্ধকারে সে রূপ মহান, হুইলেন নারয়ণ ধীরে অধিষ্ঠান। হিমাত্রির পাদমূলে বিলোড়িত ঝটিকায়,— সানুদেশে চিত্বশাস্তি অবিচল স্থির ; ভীষণ বিপ্লবে ঘোর মিলিত যছকুল,— যদুনাথ শান্ত, স্থির, মূৰুতি গম্ভীর, মহাশোকে মেত্রে নাহি বিন্দু অশ্রণীর।